Wellcome to National Portal
Main Comtent Skiped

পূর্ববতী মামলার রায়

জুলাই ২০১১ হইতে জুন ২০১৩ পর্যন্ত মামলা চলমান আছে ১১ টি মামলা নিষ্পত্তি ১০৩ টি মামলাগুলির রায়= বাস্তবায়িত ৯৬ টি, বাস্তবায়িত নয়- ০৭ টি মামলার আবেদন যেভাবে করতে হয়- বিরোধের পক্ষ কর্তৃক আবেদনত্র দাখিল ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক যাচাই- আবেদনপত্র গৃহীত হলে তার বিবরণ মামলার রেজিষ্টারে লিখা, আবেদনপত্রের উপর মামলার নাম্বার ও সন লিখা, আবেদনপত্র নাকচ হলে লিখিত আবেদশসহ তা আবেদনকারীকে ফেরত প্রদান গ্রাম আদালতের ফরম যথাযথভাবে পুরণ ও সংরক্ষণ করা। নির্ধারিত তারিখে প্রতিবাদীকে ইউনিয়ন পরিষদে হাজির হবার জন্য সমন প্রদান, প্রতিবাদী আবেদনকারীর দাবী মেনে নিলে গ্রাম আদালত গঠিত হবে না। উভয়পক্ষকে ০৭ দিনের মধ্যে ২ জন করে সদস্য/ ১ জন ইউপি সদস্য ও ১ জন স্থগির ব্যক্তি) মনোনয়নের নির্দেশ পক্ষদ্বয়ের মনোনীত ৪ জন সদস্য ও ১ জন চেয়ারম্যানসহ (ইউপি চেয়ারম্যান) গ্রাম আদালত গঠন এবং ৩ দিনের মধ্যে লিখিত আপত্তি দাখিল করার নির্দেশ। শুনানির দিনে পক্ষদ্বয়কে আদালতে সাক্ষীসহ উপস্থিতির জন্য নির্দেশ, আদালতে আইনজীবি নিয়োগ করা যাবে না। শুনানীর দিনে পক্ষদ্বয়ের বক্তব্য গ্রহন সাক্ষ্যগ্রহণ ও তার সারমর্ম লিখা, বিবাদের বিষয়ে প্রয়োজনে স্থানীয় ভাবে তদন্ত করা। সদস্যগণের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ও আদালতের চেয়ারম্যান কর্তৃক প্রকাশ্য আদালতে সিদ্ধান্ত ঘোষনা। সিদ্ধান্ত আপীলযোগ্য না হলে নির্ধারিত তারিখের মধ্যে তা বাস্তবায়ন।